১৬নং ননীক্ষীর স্মার্ট ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, জনাব শেখ রনি আহমেদের নিজস্ব অর্থায়নে ইউনিয়নের গুরুত্বপূর্ণ ২৬টি পয়েন্টে সর্বমোট ১০২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরাগুলো ইউনিয়ন পরিষদ কার্যালয় হতে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হয়। জনগণের জান-মালের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এ প্রকল্প গ্রহন করা হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের সকল শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং সরকারি সেবাপ্রদানকারী সকল প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানান ইউনিয়ন চেয়রম্যান জনাব শেখ রনি আহমেদ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস