১৬নং ননীক্ষীর স্মার্ট ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, জনাব শেখ রনি আহমেদের নিজস্ব অর্থায়নে ইউনিয়ন পরিষদ ভবনের পাশেই স্থাপন করা হয়েছে ”শেখ ফজিলাতুন নেছা মুজিব ট্রেনিং ইনস্টিটিউট”। এখানে বিনামূল্যে কম্পিউটার বেসিক অপারেটিং ও অফিস প্রোগ্রামসহ ইন্টারনেট ব্যবহার ও ফ্রিল্যান্সি সম্পর্কে প্রশিক্ষণ কার্যক্রম চলমায় রয়েছে। এছাড়া উন্নত প্রযুক্তির চাষাবাদ, পোষাক তৈরি, সেলাই, কুটির শিল্পসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানের প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইতমধ্যে বিগত ব্যাজের শিক্ষার্থীরা ইন্টারনেটের মাধ্যমে ইউটিউব ও ফেসবুক থেকে লক্ষাধিক টাকা আয় করছেন বলে উপকারভোগীরা জানিয়েছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস